কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে তথ্য প্রযুক্তি সেবা খাত ও অবকাঠামো উন্নয়ন সেবা খাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা উন্নয়ন মেলার মঞ্চে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা। বক্তব্যে তিনি তথ্য প্রযুক্তির নানা ধরনের সুবিধা ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।