নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে প্রতিপক্ষের হামলায় আবু জাফর প্রামাণিক (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১ আগস্ট সন্ধ্যা পৌণে ৭টার দিকে উপজেলার মাজগ্রাম দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি আনোয়ার হোসেন বৃহস্পতিবার (৩ আগস্ট) জানিয়েছেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। আসামিদের আইনের আওতায় আনা হবে।
থানায় অভিযোগ দায়েরকারী আহত আবু জাফর প্রামাণিকের ছেলে ইমরান হোসেন জানান, জমি জমা নিয়ে বিরোধের জের ধরে তার চাচা আবু জাহের বাবুসহ আসামির তার বাবা আবু জাফর প্রমাণিকের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাসুয়া দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। সেই সাথে ব্যাপক মারধর করে। এতে তার বাবা গুরুতর আহত হন। মাথার পিছনের অংশ ব্যাপকভাবে কেটে ক্ষত হয়। তাকে উদ্ধার করে উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আবু জাফরের মাথায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসা চলছে।