গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে গণপিটুনিতে উজির আলী (৩০) নামের এক চোর নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চক-আদালত খাঁ গ্রামে এ ঘটনা ঘটে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত উজির আলী পার্শ্ববর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উজির আলীর লাশটি চক-আদালত খাঁ গ্রামের বীরবাজার মসজিদের সামনে ফেলে যান ওই গ্রামের বাসিন্দারা। সেনাবাহিনীর সহায়তায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইক চুরির উদ্দেশ্যে সোমবার গভীর রাতে চক-আদালত খাঁ গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে যান উজির আলী। এসময় গণপিটুনিতে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।