কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়া ধুনটে জেমী বেওয়া নামে এক বিধবার আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার জোরপূর্বক ভোগ দখল করার অভিযোগ পাওয়া গেছে। ধুনট থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নে পীরাপাট গ্রামের চাঁন মিয়ার মেয়ে জেমী খাতুনের ইসলামী শরিয়াহ মোতাবেক নাংলু গ্রামের মৃত দিলবার সাকিদারের পুত্র মিজানুর সাকিদারের সাথে বিবাহ হয়। গত তিন মাস আগে মিজানুর রহমান সড়ক দূার্ঘটনায় মৃত্যুবরণ করে। বর্তমানে জেমী আট মাসের অন্ত:সত্তা অবস্থায় গরীব অসহায় বাবার বাড়ী অর্ধাহারে জীবন যাপন করছে। তার বাবার বাড়ী থেকে নেওয়া ২৫ হাজার টাকা মূল্যের একটি ঘর, একটি বাক্স, একটি শিটের আলনা, একটি টেবিলসহ অন্যান্য সামগ্রি মামলার বিবাদিগন ভোগ দখল করে আসছে। যাহার মুল্য ৫৫ হাজার টাকা। এ ঘটনায় ৬ জনকে আসামি করে শনিবার জেমি বেওয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করে। ধুনট থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেবেন।
