হ্যাপি বার্থডে দীপিকা। ঠিকই বুঝেছেন। দীপিকা পাড়ুকোনের কথাই বলা হচ্ছে। আজ তাঁর জন্মদিন।
শোনা গিয়েছিল, শ্রীলঙ্কায় নাকি রণবীর সিংহের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবেন দীপিকা। সেখানে নাকি আজই আংটি বদলও সেরে ফেলবেন এই জুটি!
তবে এখন শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা নয়। রণবীর ও দীপিকা রয়েছেন মলদ্বীপে। পুণে মিরর সূত্রে এমন খবরই পাওয়া যাচ্ছে। এই খবর যদি সত্যি হয়, তা হলে এ কথা হলফ করে বলা যায় যে, সকলের চোখে ধুলো দিয়ে ডেস্টিনেশন বদল করতে প্রাথমিক ভাবে তাঁদের জুরি মেলা ভার।
ওই রিপোর্টে বলা হয়েছে, মলদ্বীপ আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকেই পরিবারের সঙ্গে মলদ্বীপে রয়েছেন রণবীর ও দীপিকা। বলি মহলের একটা অংশের জল্পনা, ডেস্টিনেশনে যখন পাপারাত্জিদের চোখে ধুলো দিতে পেরেছেন এই জুটি, তখন হয়তো আংটি বদলটাও আজই করে ফেলতে পারেন।
ঠিক যেমন ভাবে দিন কয়েক আগে বিরাট কোহালি-অনুষ্কা শর্মা বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত বিয়ের খবর অস্বীকার করে গিয়েছিলেন। দীপিকা-রণবীরও একই পথে হাঁটবেন? উত্তর দেবে সময়।