বছর দশের কিশোরের সঙ্গে ‘ডেটিং’ করছেন বিখ্যাত সুন্দরী এক মডেল। সোশ্যাল নেটিওয়ার্কিং-এর সৌজন্যে ছড়িয়ে পড়ে সেইসব ছবিও। যদিও পরে প্রকাশ্যে আসে আসল ঘটনা। নানটাপং কিডওয়াপাট্টানা নামে তাইল্যান্ডের ওই কিশোর সম্প্রতি বেশ কিছু ছবি সোশ্যাল সাইটে আপলোড করে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেইসব ছবি। তাইল্যান্ডের বিখ্যাত মডেল রিকি তিথিওয়ারডার সঙ্গে ছবিগুলিতে দেখা যায় তাকে। প্রায় ৫৬ হাজার শেয়ার হয় ছবিগুলি। কয়েক দিনের মধ্যে ওই কিশোর কার্যত সেলিব্রিটি হয়ে যায় সোশ্যাল সাইটে।কিন্তু তারপরেই ছন্দপতন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের বার্তায় ওই মডেল জানিয়েছেন, সম্প্রতি তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই আলাপ হয় তাঁর বয়ফ্রেন্ড্রের ভাগ্নে নানটাপং-এর সঙ্গে। তাঁরা একসঙ্গে ছবি তোলেন। কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং-এ ছবিগুলি পোস্ট করার সময়ে ওই কিশোর তিথিওয়ারডা তাকে ‘ডেটিং’ করতে নিয়ে গিয়েছেন বলে মজা করে পোস্ট করে দেয়।
জানা গিয়েছে, ওই কিশোর বন্ধুমহলে নিজের বড়াই দেখাতেই এই কাজ করেছে। আপাতত বছর দশের এই কিশোরের কীর্তি এখন আলোচিত হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং-এ।