অনলাইন ডেস্কঃ গত বছরের সবচেয়ে আলোচিত শোবিজ তারকা হলেও অপু বিশ্বাস বেশিরভাগ সময়ই শিরোনাম হয়েছেন নেতিবাচক কারণে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ, দেনমোহরসহ কত বিতর্কই না হয়েছে! কিন্তু নতুন বছর আর এসব তিক্ততা চান না অপু।
ভক্তদের শুভেচ্ছা জানাতে ফেসবুকে অপু লিখেছেন, নতুন আলোর অপেক্ষায়, পুরনো তিক্ততা ভুলে জীবন হোক রঙ্গীন, সাজুক বাহারি হাজার ফুলে। শুভ হোক নতুন বছর, শুভ ইংরেজি নববর্ষ।
নতুন বছর উদযাপনে একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে ফেসবুকে দুইটি ছবিও দিয়েছেন অপু। তাতে মা-ছেলে দু’জনকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে।