আগেই জানিয়েছিলেন, জন্মদিনটা একেবারে একান্তে কাটাতে চান। কোনও হইহই, জমকালো পার্টি থেকে শত হস্ত দূরে বিদ্যা বালন। কিন্তু জন্মদিন হিসেবে সেলিব্রেট না করলেও, দিনটাকে তো উদ্যাপন করতেই হয়!
আসলে, ১ জানুয়ারি বিদ্যা বালনের জন্মদিন। এ দিন ৩৯ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী। রবিবার রাতেই তাঁর জুহুর বাড়িতে ছোট্ট পার্টির আয়োজন করেছিলেন স্বামী সিদ্ধার্থ রায় কপূর। পরিচালকের পরিবারের সদস্যদের সঙ্গে বিদ্যার বাবা-মাও গিয়েছিলেন সেই পার্টিতে।
এই পার্টি ছিল এক ঢিলে দুই পাখির মতো। অর্থাত্, জন্মদিন তো বটেই, সঙ্গে বর্ষবরণও ছিল লক্ষ্য। তাই ছোট্ট অথচ থিম পার্টিতে বেশ জমজমাট আসর বসেছিল বিদ্যাদের।
পার্টিতে ঢুকছেন বিদ্যা ও তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কপূর। ছবি: টুইটারের সৌজন্যে।
জন্মদিনের পার্টির জন্য সাজগোজ করতে করতেই ফ্যানেদের জন্য বিশেষ ভিডিও বার্তা পোস্ট করেছেন বিদ্যা। ২০১৮ সালে কী নিয়ে আশাবাদী অভিনেত্রী? সে কথা বলতে গিয়েই বিদ্যা বলেছেন, ‘বাঁচো, আর বাঁচতে দাও’। একই সঙ্গে বিদ্যার অনুরোধ, মানুষের গুণাগুণ বিচার না করে ভালবাসতে।
সোশ্যাল মিডিয়ায় বিদ্যার এই ভিডিও কিন্তু পোস্ট হতেই ভাইরাল হয়েছে।