আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একজন আগ্রহী ব্যক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডিয়াম বৈঠকে আলোচনা করেছেন। নেত্রী তাঁকে প্রস্তুতি নিতে বলেছেন।
মনোনয়ন দিলে জয়ী হতে পারবেন কি না তা বুঝতে তাঁকে সব মহলে যোগাযোগ করে নিজের অ্যাসেসমেন্ট করতে বলা হয়েছে। ’ গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের পাঁচটি সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় ব্যানারে নির্বাচন হবে। আমাদেরও দলীয় মনোনয়ন প্রক্রিয়া আছে। আমাদের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যসংখ্যা ১৮। এর চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মনোনয়ন বোর্ড রংপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লার যেভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে উত্তর সিটি করপোরেশনেও সেভাবে ঘোষণা করবে। ’
নির্মাণাধীন পদ্মা সেতু সম্পর্কে তিনি বলেন, ‘পদ্মা নদী আমাজানের মতো অনিশ্চিত। এর নিচের অনিশ্চিত পরিস্থিতি ও গভীরতা মিলিয়ে কাজ করতে কিছু টেকনিক্যাল অসুবিধা হচ্ছে।
এ কারণে কাজের টার্গেট নিয়ে আমরা তারিখ ঠিক রাখতে পারছি না। দ্বিতীয় স্প্যান বসানোর জন্য আরো কিছু সময় লাগবে। আশা করছি মধ্য জানুয়ারিতে তা শেষ হবে। একটি দুটি স্প্যান বসে গেলে সাত থেকে আট দিন পরপর আরো ৩৯টি স্প্যান বসানো হবে। আমাদের টার্গেট যথাসময়ে কাজ শেষ করা। পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, কথা কম বলে কাজ করে যাওয়া। ইতিমধ্যে প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। ’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘মুন্সীগঞ্জ জেলায় ৭৬টি বেইলি ব্রিজ ছিল। ’৭৫-এর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে কেউ এগুলো নিয়ে কাজ করেনি। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচটি সেতুর উদ্বোধন হলো আজ। এ নিয়ে ৩২টি সেতুর কাজ শেষ হলো। বাকি সেতুর কাজ ২০২০ সাল নাগাদ শেষ হবে। ’
এর আগে ওবায়দুল কাদের শ্রীনগর সড়ক ও জনপদের পরিদর্শন বাংলোর কাজ উদ্বোধন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন, সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম প্রমুখ।