গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে বেসরকারি টেন রোজ হেলথ কেয়ার প্রতিষ্ঠা বার্ষিকীতে
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৫শ রোগী। শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী
পৌর শহরের চাঁচকৈড় বাজারে ওই চিকিৎসা সেবা দেয়া হয়।
জানাগেছে, তারুণ্য নির্ভর একদল মানবিক মানুষ প্রচলিত পেশার বাইরে এসে
প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত,স্বল্প আয়ের মানুষদের আধুনিক স্বাস্থ্যসেবা
নিশ্চিতে টেন রোজ হাসপাতাল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্টানের দ্বিতীয়
বর্ষপূর্তিতে তারা দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এই ক্যাম্পে
হৃদরোগ, কিডনি, গ্যাস্ট্রো লিভার, গাইনি, মেডিসিন, ডায়াবেটিসসহ
বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগন বিনামুল্যে চিকিৎসা সেরা প্রদান
করেন।
প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মোস্তফা বলেন, “সর্বাধুনিক যন্ত্রপাতির
সাহায্যে রোগ নির্নয়,বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে আধুনিক সেবা প্রদানে
প্রতিশ্রæতিবদ্ধ।আমরা প্রতি বছর প্রতিষ্টা বার্ষিকীসহ বিশেষ বিশেষ দিনে এ
ধরনের মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে থাকি। এ ছাড়াও
বয়স্ক,মুক্তিযোদ্ধা,শিক্ষক,অসচ্ছল রোগীদের বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা প্রদান
করা হয়।”
কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নিরদ কুমার সরকার বলেন, “ সামাজিক দায়বদ্ধতা ও
মানবিকতায় এলাকার স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে
পেরে তারাও গর্বিত। আশা করছি এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
চিকিৎসা নিতে আসা রোগী শারমিন,একরামুল,আফজাল হোসেন,মৌসুমী
সায়েম, জানান, “তারা বিভিন্ন রোগে আক্রান্ত। বিনামুল্যে চিকিৎসা সেবার
খবরে তারা এসেছেন। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকগণ আন্তরিকতার সাথে আমাদের
সেবা দিয়েছেন। এতে তারা সন্তোষ প্রকাশ করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com