নতুন সূর্যোদয়
মোঃ সৈয়দুল ইসলাম
বিজয় মানে স্বৈরাচারীর
নতশিরে পরাজয়,
বিজয় মানে নতুন সকাল
নতুন সূর্যোদয়।
বিজয় মানে আমি স্বাধীন
গর্ব করে বলা,
বিজয় মানে আনন্দ উল্লাসে
শির উঁচিয়ে চলা।
বিজয় মানে মায়ের হাতে
লাল সবুজের নিশান,
বিজয় মানে বোনের কণ্ঠে
স্বাধীনতার গান।
ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ০১৭২৮১০৬২৯২
|
|
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com