সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় শিকারীদের কাছ থেকে ক্রয় করে ১০টি বক পাখি খোলা আকাশে অবমুক্ত করলেন হাজী সেলিম।গতকাল শুক্রবার সকালে সলঙ্গার বিশিষ্ট সমাজসেবক হাজী সেলিমের অনুপ্রেরণায় বক পাখিগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে দেয়া হয়।চলনবিল এলাকা থেকে বিভিন্ন পাখি শিকার করে এলাকার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে থাকে।এরই ধারাবাহিকতায় গত বৃহ:বার সলঙ্গা হাট থেকে বিশিষ্ট সমাজসেবক হাজী সেলিম শিকারীদের কাছ থেকে ১০ টি বক ক্রয় করেন।শখের বশবর্তীতে বাড়িতে এনে খাঁচায় বন্দি করেন।উড়ন্ত প্রাণীকে খাঁচায় বন্ধি রাখা সরকারি আইনের পরিপন্থী বলে তার বিবেকে নাড়া দেয়।তাই তো তিনি সলঙ্গার সাংবাদিক, সচেতন মহলের উপস্থিতিতে বক পাখিগুলোকে অবমুক্ত করেন।
অবমুক্তকরণে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম মুন্নু,সাংবাদিক সাহেদ আলী,রফিকুল ইসলাম মিয়া,আমিনুল ইসলাম স্বপন,মানিক মিয়াসহ অনেকে।
এ ধরনের সচেতনতা ও মহতী উদ্যোগ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সচেতন মহল মনে করেন।সামাজিক দায়িত্ববোধ থেকে পাখিগুলো উদ্ধার ও অবমুক্ত করায় উপস্থিত সবাই হাজী সেলিমকে ধন্যবাদ জানান।

চলনবিল বার্তা chalonbeelbarta.com