রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গা থানার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান,সোমবার(০১ ডিসেম্বর) সকালে জেলেরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। এ সময় পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানরায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটিকে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে একাধিক টিম মাঠে কাজ করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান,শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর বলে ধারণা করা হচ্ছে। এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com