মোঃ শামছুল হক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে( স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা) চলছে অনির্দিষ্ট কালের কর্ম বিরতি।
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারী।
জানা গেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা , যৌক্তিক চিকিৎসা ভাতা এবং অন্যান্য দাবি নিয়ে শিক্ষক কর্মচারীরা আন্দোলনে নামেন।
পূর্বের আন্দোলনে শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক-কর্মচারীরা সরকারকে ১ মাস সময় দিয়ে তাদের আন্দোলন স্থগিত করে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান এবং পাঠদানে মনোনিবেশ করেন।
পরবর্তীতে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য উৎসব ভাতা ২৫% থেকে বাড়িয়ে ৫০% করা হয়। কর্মচারীদের জন্য পূর্বের নির্ধারিত উৎসব ভাতা ৫০ পার্সেন্ট বহাল রাখা হয়। অন্যদিকে ১০০০ টাকার বাড়ি ভাড়া বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়। এতে শিক্ষক কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। বারবার সরকারের পক্ষ থেকে আশ্বাসের কথা বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
উপায়ান্তর না দেখে সারাদেশ থেকে শিক্ষক কর্মচারীরা তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জড়ো হতে থাকেন।
শিক্ষক কর্মচারীদের উপস্থিতি এতই বেশি যে তা প্রেসক্লাব ছাড়িয়ে আশপাশের রাস্তা এবং অলিগলি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে ঢাকার যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার সিদ্ধান্ত নেন। সরকারের পক্ষ থেকে যান চলাচল ব্যাহত এবং জনদুর্ভোগ নিরসনের অজুহাতে শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়।
কিন্তু শিক্ষকরা তাদের দাবিতে অনড় থাকায় পুলিশের সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা মার মুখি অবস্থানে যান এবং শিক্ষকদের উপর লাঠিচার্জ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকেন।
সমাবেশ স্থল থেকে শিক্ষক কর্মচারীদের হাত কড়া পড়িয়ে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে। এ দৃশ্য যোগাযোগ মাধ্যমে ছড়িয়েপড়লেসিরাজগঞ্জের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েন।
আরো জানা গেছে যে,শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক ভাবে রাস্তায় নেমে আসে এবং প্রতিবাদ করতে থাকে।
সেই সাথে সারাদেশের শিক্ষক কর্মচারীরা ক্লাস বর্জন করেন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
|
ReplyForward
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com