ডেস্ক : তিন দিনের সফরে আজ রোববার ঢাকা আসছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী দেসমন্ড সোয়েন।
ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে ঢাকার উপকণ্ঠে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত প্রকল্প পরিদর্শন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ খবর জানান।
এছাড়া তিনি মন্ত্রীবর্গ ও পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে কিভাবে সহায়তা করা যায় সে বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
ব্রিটিশ মন্ত্রী আগামী ২৫আগস্ট রাজধানীতে সাংবাদিকদের ব্রিফ করবেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ জুলাই তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নির্বাচিত এমপি।