Iমোঃ শাহ আলম,, বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ
শানিত হোক লেখকদের কলম, সকল অন্যায় অবিচার ও অপশক্তির বিরুদ্ধে । এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার লেখক ও সাহিত্যিকদের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠান এবং কালচারাল ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ১১/১০/২০২৪, রোজ শুক্রবার বিকেল তিনটায় উল্লাপাড়া উপজেলার শিল্পকলা একাডেমির হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন
সিরাজগঞ্জ জেলার আলোকিত মানুষ, উল্লাপাড়া উপজেলার কৃতি সন্তান, বারবার নির্বাচিত সাবেক সফল মাননীয় জাতীয় সংসদ সদস্য ও উল্লাপাড়ার শিক্ষা নগরীর রূপকার জীবন্ত কিংবদন্তি জনাব এম আকবর আলী এবং তার সহধর্মিণী,জনাবা মোমেনা আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সালেহ মোঃ হাসনাত ,, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া উপজেলা পরিষদ । আয়োজনে ছিলেন উল্লাপাড়ার লেখক পরিষদের সভাপতি মোঃ ফিরোজ আলম । সার্বিক সহযোগিতায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের বহুল প্রচারিত দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ,লেখক ও ইতিহাস গবেষক মোঃ আব্দুল হামিদ তালুকদার। আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত কবি সাহিত্যিক এবং লেখক লেখিকাবৃন্দ । উপস্থিত আমন্ত্রিত কবি, সাহিত্যিক এবং লেখকগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন মাঝেমধ্যে যদি এমন অনুষ্ঠান আরো করা হতো, তাহলে আমরা মূল্যায়িত হতাম এবং আমাদের লেখনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা উপজেলার সাথে পরিচিতি লাভ করতে পারতাম । এ সময় তারা তাদের কিছু দাবি-দাওয়া তুলে ধরেন, যেমন তাদের একটা পাঠাগার দরকার, তারা সবাই মিলিত হয়ে এক জায়গায় লেখালেখি করবে এমন একটা রুম দরকার। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আমাদের জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কবি ,সাহিত্যিক এবং সাংস্কৃতি মনা ব্যক্তিত্ব । যাদেরকে একটু সুযোগ সুবিধা দিলে এ দেশ আলোকিত মানুষ পেতো। অনেক কবি সাহিত্যিক সমাজে অবহেলিত ।তাদেরকে কেউ মূল্যায়ন করতে চায় না । তাদেরকে মূল্যায়ন করতে পারলে এ দেশ আরো এগিয়ে যাবে ,এমনটাই প্রত্যাশা সুধীজন এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের । সবশেষে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শিল্পকলা একাডেমীর এক ঝাঁক প্রশিক্ষিত শিল্পীদের সংস্কৃতি পরিবেশনায় অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে ।
ReplyReply allForward
|