গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. শহরকে রঙিন ও নান্দনিক করে গড়ে তুলতে দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন গুরুদাসপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে এই লিখন-গ্রাফিতি অঙ্কনের কাজ করছেন তারা।
জানা যায়, গুরুদাসপুর থানার প্রাচীরসহ স্কুল-কলেজের দেয়াল, সড়ক ও মোড়ে মোড়ে নানান রঙে রাঙানো হচ্ছে। অভিজ্ঞতা ছাড়াই এসব শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
তানভির, শ্রাবন, মিম, নওরিন, রাহুল, রাশেদ, রিজভী, শাহরিয়ারের মতো অনেক তরুণ-তরুণী সকাল থেকে পাত্রে রং ভাগ করে দেয়া, দেয়াল ঘষে উপযোগী করা, প্রাথমিক অঙ্কন, তুলির আঁচড়সহ সব কাজ করছেন।
শিক্ষার্থীরা জানান, নিজেদের অর্থায়নে স্বেচ্ছায় কাজ করছেন তারা। শহীদ শিক্ষার্থীদের প্রতিকৃতি, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণ এবং দেশপ্রেমের বাণী ছবির মাধ্যমে ফুটিয়ে তুলছেন রং-তুলির আঁচড়ে। এসব ছবি পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করবে।