আবুল কালাম আজাদ :
নাটোরের গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীলিগ নেতা মিনি এমপি নামে খ্যাত নজরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। রোববার ( ২ মে) নাটোর গুরুদাসপুর আমলী আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক শরিফুননেছা রিটা নজরুল ইসলামকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। অভিযুক্ত নজরুল ইসলামের (৫২) বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে অপর আসামি মফিজ উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। তদন্তে মফিজ উদ্দিনের নাম না আসায় তিনি অব্যাহতি পান।গত বছরের(২০২২) ৩০ নভেম্বর মো. নজরুল ইসলাম ও মফিজ উদ্দিনের নামে নাটোর আমলী আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগী জয়নব বেগম (৩২) ও ময়না খাতুন (৪১)। মামলার আবেদনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গোপিনাথপুর গ্রামের মধ্যমপাড়ার পরিত্যাক্ত নদীর পাড়ে আশ্রয়ণ প্রকল্প করা হয়। ২০২২ সালের জানুয়ারি মাসে সেখানে প্রধানমন্ত্রী শেখহাসিনারউপহারের জমিসহ ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছে থেকে চার লাখ ৮০ হাজার টাকা নেন নজরুল ইসলাম ওরফে মিনি এমপি ( আ’লীগ) নজরুল। কিন্ত একপর্যায়ে জমিসহ ঘর দিতে তারা ব্যর্থ হয়। পরে তাদের টাকা ফেরত চাইলে অভিযুক্ত নজরুল টাকার বিষয়টি অস্বীকার করে বাগবিতন্ডা ও ভয়ভীতি দেখায়। এ ব্যাপারে সাংবাদিকরা রথ্য সংরহ করত্র গেলে সাংবাদিকদেরকে নানাবিধ হুমকি দেখান। ভুক্তভোগী জয়নব ও ময়না বলেন, মিনি নজরুল অত্যন্ত আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও বিত্তশশালী। আসামি নজরুলকে গ্রেফতারে আমরা খুশি।তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার এবং আমাদের কষ্টার্জিত টাকাগুলো ফেরত চাই।নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ দুর্নীতি করে পার পায়নি। আশা করি এ ধরনের অন্যায় করে নজরুলও পার পাবে ন |