গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় হাট ট্রাক-ট্যাংকলরী পরিবহন শ্রমিক অফিসে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় শ্রমিক নেতা ও যুবলীগ কর্মি হেলাল সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১০টার দিকে চাঁচকৈড় হাটে প্রকাশ্যে ওই হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় ও শ্রমিক অফিস সূত্রে জানা যায়, পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার সাখাওয়াত সরদারের বড় ছেলে হেলাল সরদার (৩৩) ও তার ছোট ভাই শিশির সরদার (৩০) চাঁচকৈড় শ্রমিক অফিসে কর্মরত ছিলেন। এসময় পূর্ব শত্রæতার জের ধরে চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার আব্দুর রশিদের দুই ছেলে আকাশ (২১), তুহিন (১৮) ও বাজারপাড়ার জিল্লুর জামাদারের ছেলে তোহা জামাদার (১৮) এর নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে শ্রমিক নেতা হেলাল ও তার ছোট ভাইয়ের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মারা যান হেলাল।
কর্তব্যরত চিকিৎসক ডা. ¯িœগ্ধা আকতার বলেন, হেলালের কাঁধে ও পিঠে উপর্যুপুরি আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। আহত শিশিরের বাম হাটু ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, নিহতের মা হেনা বেগম গুরুদাসপুর থানায় বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আসামী আকাশকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ও তোহাকে চাঁচকৈড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ জানান, শ্রমিক নেতা হেলাল যুবলীগ কর্মি ছিলেন এবং তার ছোট ভাই শিশির বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
উল্লেখ্য, সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুরুদাসপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের ওপর হামলার জের ধরে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।#
