আব্দুল কুদ্দুস তালুকদার – যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম আবির্ভাব বর্ষবরন উপলক্ষ্যে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ব্যাপী মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয় তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউপির রামবল্লভপুর সৎসঙ্গ আশ্রম প্রাংগনে। আশ্রমের সভাপতি প্রতি – ঋত্বিক শিবলাল মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ – তাড়াশ এলাকার মাননীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের আবাসিক সার্জন ডাঃ প্রবীন কুমার মাহাতো, সরকারী বিএল হাইস্কুলের শিক্ষক সুভাষ চন্দ্র মাহাতো প্রমূখ। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ভারত হতে আগত উপমহাদেশের বিশিষ্ট বাগ্মী প্রবর প্রতি – ঋত্বিক প্রলয় মজুমদার। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন পাবনা হেমায়েতপুর ধামের প্রতি – ঋত্বিক হরিপদ মজুমদার, দ্বীজেন্দ্র নাথ হালদার, আশ্রমের সাধারন সম্পাদক সূজন কুমার মাহাতো, কোষাধ্যক্ষ নরেশ চন্দ্র মাহাতো প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রফুল্য কুমার মাহাতো। দুই দিন ব্যাপী মহোৎসবে ধর্মসভা ছাড়াও শোভাযাত্রা, শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পন ও কিশোর মেলা অনুষ্ঠিত হয়।

Exif_JPEG_420