আবুল কালাম আজাদ।।
নাটোরের গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ৫,৬,৭ মার্চ তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় মঙ্গলবার ( ৭ মার্চ) বিকাল সাড়ে ৩ টায়।
উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত মেলার সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ। প্রধা অতিথির বক্তব্য রাখেন, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আল ইমরান। সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রসারন অফিসার মতিয়ার রহমান।
আলোচনা শেষে ১০ জন উদ্যোক্তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি। বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তারা হচ্ছেন- হেদায়েতুল্লা হেলাল ( বাংলাদেশ কৃষি পরিবার ও প্রযুক্তি), মোঃ আব্দুল কাইয়ুম ( সোনালী মাশরুম সেন্টার), মোঃ আতাহার হোসেন ( শ্যামল বাংলা নার্সারী), সোহেল আহম্মেদ ( সোহেল নার্সারি) এবং কৃষক পর্যায়ে- জমশেদ আলি (হাইব্রিড সূর্যমূখি- হাইসান ৩৩, ও হাইব্রিড ভূট্রা-জয়া সীড), সখেন কুমার ( মানকচু), নজরুল ইসলাম ( যাদুঘর) , এবং মকদুম আলী শেখ( স্কোয়াস)।
# আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪০৮৪৯৭৩ # ৭/৩/২৩ #