তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলকে প্রধান আসামী করে ১২জনের বিরুদ্ধে তাড়াশ থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।
মঙ্গলবার (৭মার্চ) রাতে উপজেলার ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মস্তোফা কামাল বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং ৭ তাং ০৭.০৩.২৩ ।মামলা সুত্রে জানা যায়, উপজেলার ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার দুপুরে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান চলাকালে সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের আইয়ুব মন্ডলের ছেলে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলের নেতৃত্বে ১০-১৫জন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মস্তোফা কামালের কাছে দুই লক্ষ টাকা চাদাঁ দাবী করে। প্রধান শিক্ষক চাদাঁ দিতে অস্বীকৃতি জানালে তারা অনুষ্ঠান স্থলে আক্রমন করে চেয়ার, টেবিল ,আসবাবপত্রসহ অনুষ্ঠান মঞ্চ ভাংচুর করে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গত রাতে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
