অসুখের সুখ

Spread the love
——-সাইফুল ইসলাম 
আজকের দিনটি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ।  আজ সব ছেড়ে টেরনো দ্বীপে যাত্রা করার দিন।
২০২২ সালের এই দিনে ঈশ্বরের হাতের ছোঁয়ায় আমার চশমা ভেঙে যায়!
২০১৮ সালের পর থেকে আমি তিন চার মাস পর পর ব্যবহৃত চশমায় অসস্তি বোধ করতাম আর কানা কানা বড় বড় চোখের ডাক্তারের স্মরণাপন্ন হতাম।
চশমা বেচা ডাক্তার পাকিস্তানের সরকার পরিবর্তনের মত আমার চশমার পাওয়ার পরিবর্তন ( নতুন করে ফিক্স) করে দিতেন আর আমি মহাসুখে তৃণকে তখন দেখতাম তালগাছ।
তিন চার মাস চলতে চলতে তালগাছ হয়ে যেতো তৃণ। আমি আবার যেতাম চশমা বেচা ডাক্তারের কাছে।
আবার পাওয়ার ফিক্স হতো!
পাঁচ ছয়জন চশমা বেচা ডাক্তারের কাছে আবার আবার করে করে আমি তখন প্রায় সাবার।
এভাবেই চলছিল।
ডাক্তারের কাছে যাই আর নতুন চশমা পাই। ডাক্তারের আয় বাড়ে, চশমার আমদানী বাড়ে, চশমা দোকানীর ব্যবসা বাড়ে।  কেবল কমে আমার চোখের পাওয়ার আর বারোটা বাজে পকেটের।
ওদিকে নীরবে নিভৃতে চোখের সমস্যা বাদে অন্য কোন সিম্পটম ছাড়াই বাড়তে থাকে আমার অন্ধ হবার দুরন্ত গতি!
আজকের এই দিনে চশমা ভেঙে দিয়ে বিধাতা আমাকে কি বোঝালেন?  ফুড ভিলেজ রেস্টুরেন্টের পানি কি সেদিন বেশি প্রশান্তি দিয়েছিলো আমায়?
বছরে কত বারই তো যাই -আসি এ পথে।   অশ্রু ধুই, চোখ ধুই,  মুখ ধুয়ে দুঃখ ভাসাই,  বুকের গভীরে লুকানো দাগ ধুয়ে মুছে ফেলতে না পারার যাতনা নিয়ে আবার পথে নামি! কিন্তু
কখনো তো দুই হাতের কনুই অব্দি ধোয়া হয়ে ওঠেনি !
আজ কেন কনুই ধুয়ে টিস্যুর গায়ে ক্লান্তি মুছতে গেলাম ?
আজ কেন কনুইয়ের ধাক্কায় অশুদ্ধ ( Incorrect)  চশমা ভেঙে গেলো?
“তোর আসার জন্যে চশমা ভেঙে যাবার অজুহাত দরকার নেই,  তোর আসতে মন চাইছে,  আয়”।
বন্ধুর অমন সম্মোহনী কথা কেন আমায় টেনে নিলো উল্টোপথে গাক অব্দি ?
বগুড়ার যে ডাক্তার আমার টিউমার আবিস্কার করলেন তিনিও চোখেরই ডাক্তার ! গাক নামক একটি এনজিও কর্তৃক পরিচালিত চক্ষু হাসপাতালের সহযোগী অধ্যাপক।
বেতনভুক্ত !  তাঁর ব্যবসা করার সুযোগ হয়ত নেই !   কিংবা হয়ত আছে কিন্তু জাগতিক চাহিদার উন্মত্ততা নেই!
তিনি গভীর মনোযোগে সকল টেস্ট দেখলেন আর সময় দিয়ে বুঝতে চাইলেন আমার সমস্যার কারণ!
আগের চশমা বেচা ডাক্তারদের মত তিনি নতুন চশমা না দিয়ে দিলেন মাথার সিটি স্ক্যান!
বেড়িয়ে এলো ক্রিকেট বল সাইজের ব্রেইন টিউমারের অস্তিত্ব !
জোর করে গাক অব্দি নিয়ে যাওয়া থেকে শুরু করে পুরো প্রক্রিটিতে যিনি থাকলেন আমার সঙ্গে ছায়ার মত, মমতাময়ীর মত তিনি আমার সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্যের পার্থিব স্বরুপ!
আমার বন্ধু !!
টিউমার ডায়াগনোসিস করা ডাক্তার ও আমার নীচের ছবিটিও আমাদের অলক্ষ্যে তাঁরই তোলা।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD