স.ম আব্দুস সাত্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি সহ ৫ জন বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সভাপতি পদে কে.এম রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে আবু হাসিম মনি, সহ-সাধারণ সম্পদক পদে প্রদীপ কুমার ভৌমিক, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলী হায়দার আব্বাসী ও অর্থ সম্পাদক পদে মোঃ আশরাফ আলী। সাধারণ সম্পাদক পদ সহ অন্যান্য পদে আগামী ৫ই জুলাই গোপন ব্যালোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সাংবাদিক টি.এম কামরুজ্জামান লাবু, কমিশনার প্রভাষক মোঃ আশাদুল আলম আসাদ ও মোঃ আবুল কালাম আজাদ।