আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমর মারা গেছেন বলে দেশটির সরকারি সূত্র জানিয়েছে। তবে সন্ত্রাসী এই গোষ্ঠীর পক্ষ থেকে তাদের শীর্ষ নেতার মৃত্যুর ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর বিবিসির
আফগান তালেবানের এই নেতা জনবিচ্ছিন্ন জীবনযাপন করতেন। দুই থেকে তিনদিন আগেই তার মৃত্যু হয় বলে আফগান সরকার ও দেশটির গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছেন। তবে তারা বিস্তারিত কিছুই জানাননি।
তালেবানের একমাত্র মুখপাত্র জানান, খুব শিগগিরই এই ব্যাপারে তাদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হবে। বিবিসির পক্ষ থেকে ওই মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
উল্লেখ্য, অতীতেও বেশ কয়েকবার মোল্লা ওমরের মৃত্যুর খবর বেরিয়েছিল যা পরে স্রেফ গুজব বলে প্রমাণিত হয়