জিটিবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের উত্তর প্রান্তের প্রধান শহরে শনিবার রাতে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে (গ্রিনিচ মান সময় ২০৩০) আঞ্চলিক রাজধানীর একটি ব্যস্ত পানশালাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ১৪ জন নিহত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওই অঞ্চলে নাইজেরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যদের মোকাবিলায় সেনা মোতায়েন করা হয়েছে। বুধবার মারুয়ায় দু’জন মেয়ে জোড়া আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে ১১ জন নিহত হয়।