জিটিবি নিউজ ডেস্ক ঃ নতুন করে গ্লোবাল পার্টনারশিপ আউটপুটভিত্তিক এইড (জিপিওবিএ)-এর আওতায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১শ ১৭ কোটি টাকা) ঋণ দেবে বিশ্বব্যাংক। এর মাধ্যমে গ্রামাঞ্চলে পরিবেশবান্ধব শক্তি বাড়বে ও ছয় হাজার ৬শ ৬০ জন কৃষক সৌর পাম্প চালাতে পারবেন। এছাড়া, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষকে ২শ ২৫টি সোলার হোম সিস্টেম (এসএইচএস) ও দুই হাজার ৫শটি মিনি-গ্রিড সংযোগ দেওয়া হবে। এর ফলে সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবেন তারা।
গতকাল শনিবার বিশ্বব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মেহরিন-ই-মাহবুব এসব তথ্য নিশ্চিত করেছেন। মেহরিন বলেন, জিপিওবিএ-এর আওতায় নতুন করে ১৫ মিলিয়ন ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। এর ফলে গ্রামীণ মানুষের সেচ কাজসহ রান্নার কাজ আরও সহায়ক ভূমিকা পালন করবে এ অনুদান। ডিজেলচালিত পাম্পের নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা পাবেন গ্রামীণ মানুষ।
বিশ্বব্যাংক সূত্র জানায়, প্রকল্পের আওতায় নিম্ন আয়ের পরিবার পরিবেশবান্ধব এসব সুবিধা সাশ্রয়ী মূল্যে পাবে। এ ছাড়া বায়োগ্যাস প্ল্যান্টগুলো মাধ্যমে দেশের নয় হাজার ৮শ ৫০টি পরিবার পরিবেশবান্ধবভাবে রান্নার কাজ সারতে পারবে।