লুৎফর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রয়ারী শনিবার সকালে তাড়াশ উপজেলা শাখার আযোজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি লায়লা আরজুমান বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারন সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলন, সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার,মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির প্রমুখ।