চলনবিলের নদীগুলো মরা খালে পরিণত হচ্ছে

Spread the love

জাকির আকন : দেশের বৃহত্তম চলনবিলে মধ্যে মহাসড়ক নির্মাণ, অপরিকল্পিত বাধ নির্মাণ,খাল ভরাট আর দখল ও পুকুর খননে বিলের এক সময়ের খর¯্রােতা নদনদী গুলো শুকিয়ে এখন মরা কালে পরিনত হয়েছে। কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার উপক্রম এই নদীগুলোর নব্যতা ফিরিতে আনতে কার্যকর উদ্যোগ চান সচেতন নাগরিক সমাজ। সরজমিনে ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দেশের বৃহত্তম চলনবিলে মধ্যে বনপাড়া -হাটিকুমরুল মহাসড়ক নির্মাণ, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাধ, ক্রসবাধ নির্মাণ, নদীর খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় নদীর গতিপথ বন্ধ হয়েগেছে । গত ৪ -৫ বছর যাবত চলনবিলের খাল ও মাঠ দখল করে পুকুর খননে প্রতিযোগীতা চলছে ফলে চলনবিলের মাঠগুলো এখন মৎস খামারে পরিনত হচ্ছে । চলনবিলের মধ্যে প্রবাহিত ভদ্রাবতী, করতোয়া ,আত্রাই, নন্দকুজা, বড়াল, গুমানি, গোহালা, বেহুলা,ঝবঝবিয়া, কাকন,ফুলজোড় সহ ১৪-১৫টি নদনদী ছিল চলনবিলেন প্রাণ । নদী পথে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন জেলায় নৌপথে এই এলাকায় ব্যবসায় বানিজ্য এক সময় রমরমা ছিল । কিন্তু সময়ের ব্যবধানে এই সব নদী শুকিয়ে মরা খালে পরিনত হওয়ায় নৌপথ প্রায় বন্ধ রয়েছে । বর্ষা মৌসুমে কয়েক মাস বাঘাবাড়ী বন্দরসহ কিছু নদীতে নৌকা ও ট্রলার ও লঞ্চ চলাচল করলে ও অন্য সময় বন্ধ থাকে। বেসরকারী সংস্থা ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে নদী ভরাট ও খাল বন্ধে মানব বন্ধন, সেমিনার আলোচনায় সীমাবদ্ধতা রয়েছে । সরকারীভাবে বিলের খাল ও নদী ও মাঠের পুকুর খনন বন্ধ কার্যকর কোন পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না । তাড়াশ উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে চলনবিল বাচাও আন্দোলন নামে ও নাটোরের সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানার নেত্বত্বে চলনবিলের প্রকৃতি ও পরিবেশ বাচাও নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে একাধিকবার মানব বন্ধন ও সমাবেশ হয়েছে । চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক ও সমাজ উন্নয়ন কর্মী মোঃ আব্দুর রাজ্জাক রাজু জানান, দখল আর ভরাটে দেশের এতিহ্যবাহী চলনবিলের নদনদীগুলো শুকিয়ে যাচ্ছে সরকারী ভাবে নদীর গতিপথের সব স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত । চলনবিলের প্রকৃতি ও পরিবেশ বাচাও এর সভাপতি এবং সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা জানান, আমরা ২ মাস পুর্বে সিংড়ায় মানব বন্ধন ও আলোচনা সভা করেছি । রাজনৈতিক দলের ও প্রশাসনের সহযোগীতায় সিংড়া উপজেলা খাল ও নদী ভরাটের জন্য চেষ্টা করছি । #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD