স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তাড়াশ বিলিং এরিয়া অফিসের ইন্সপেক্টর আব্দুল হামিদের বিরুদ্ধে সেচ সংযোগ দেওয়ার বিনিময়ে এক কৃষকের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। আলিম উদ্দিন (৩৯) নামে ভুক্তভোগী ওই কৃষক প্রতিকার চেয়ে গতকাল বুধবার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার সোলায়মান মিঞা বরাবর লিখিত অভিযোগটি করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় মাঝদক্ষিনা গ্রামের কৃষক আলিম উদ্দিন একটি বৈদ্যুতিক সেচ সংযোগের জন্য গত ২০১৪ সালের ৩ মার্চ আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর সেচ সংযোগ দেওয়ার স্থান পরিদর্শনে যান ইন্সপেক্টর আব্দুল হামিদ। সেখানে গিয়ে তিনি সংযোগদেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কৃষক আলিম উদ্দিনের কাছ থেকে ২০ হাজার টাকা উৎকোচ গ্রহন করেন। টাকা লেনদেনের সময় একই গ্রামের আবুল হোসেন, মোফাজ্জল হোসেন ও তৈয়ব আলীসহ বেশ কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন বলেও তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন। এরপর দেড় মাস পেরিয়ে গেলে সংশ্লিষ্ট অফিস থেকে তাকে (আলিম উদ্দিনকে) চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় সেচ সংযোগ দেওয়া হবে না। এদিকে সেচ সংযোগ না পেয়ে কৃষক আলিম উদ্দিন উৎকোচের ২০ হাজার টাকা ফেরৎ চাইতে ইন্সপেক্টর আব্দুল হামিদের কাছে কাছে গেলে তিনি অফিস থেকে তাকে ধমকিয়ে বের করে দেন। লিখিত অভিযোগপত্র থেকে আরও জানা যায়, ইন্সপেক্টর আব্দুল হামিদ এলাকার একাধিক কৃষকের কাছ থেকে উৎকোচ নেওয়ার বিনিময়ে সেচ সংযোগ দিয়েছেন। তবে অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন, তাড়াশ বিলিং এরিয়া অফিসের ইন্সপেক্টর (পরিদর্শক) আব্দুল হামিদ।এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার সোলায়মান মিঞা বলেন, তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।