গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাচনী সহিংসতায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ পাঁচজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাযায়, গত সোমবার সকাল ৮টায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সমর্থকেরা আওয়ামীলীগের ঘোড়া প্রতিকের বিদ্রোহীপ্রার্থী আনোয়ার হোসেনের পোষ্টার লাগানোর জন্য প্রচারে নামলে নৌকা প্রতিকের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এতে বিদ্রোহী প্রার্থীর সমর্থক আজিজুল (৫৫), উজ্জল (২০), কিরণ (১৮), বিউটি খাতুন (৪০) ও শাহানাজ বেগম (৩৫) গুরুতর আহত হন।
আহতরা জানায়, রোববার রাতে দাদুয়া গ্রামের নৌকা সমর্থক আমানত হাজী, রাশেদুল ইসলাম, মোমিন, মোবারক, ফারুক, রতন, জাম্বু প্রমূখ বিদ্রোহী গ্রুপের সমর্থক মোতালেব হোসেনকে তাদের সাথে কাজ করারপ্রস্তাব দেয়। কিন্তু বিদ্রোহী গ্রুপের সমর্থকেরা তাদের প্রস্তাবে সারা না দেয়ায় নৌকা প্রতিকের সমর্থকেরা ওই সহিংস ঘটনার সুত্রপাত ঘটায়। গুরুদাসপুর থানারওসি সেলিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নির্বাচনী সহিংসতার আশঙ্কায় উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি টহল জোরদার করা হয়েছে।