জাহাঙ্গীর আলম: উপজেলা নির্বাচনকে ঘিরে পাবনার চাটমোহরে ক্ষমতাসীন দলের ভেতরকার বিভক্তি প্রকাশ্য রুপ নিয়েছে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বি এবার আওয়ামীলীগ ও ছাত্রলীগের তিন বিদ্রোহী প্রার্থী।
দেশের অন্যতম প্রধান দল বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেওয়ার পাশাপাশি সবার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছে। ফলে আওয়ামীলীগের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। উপজেলা নির্বাচনকে ঘিরে দলের মধ্যে বিভক্তি নিয়ে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তৃণমুলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে হতাশা। এমন বিভেদ চলতে থাকলে নির্বাচনের আগে ও পরে নিজেদের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা।
এ ব্যাপারে উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।