গুরুদাসপুর প্রতিনিধি : সাত মাস আগে অধ্যক্ষ পদ থেকে অবসর নিয়েছেন ইব্রাহিম হোসেন। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। তাছাড়া কলেজের প্রয়োজনীয় নথিপত্র তার কাছে থাকায় কলেজের প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হয়েছে। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিড়াজ করছে। ভেঙ্গে পড়েছে শিক্ষা কার্যক্রম। নাটোরের গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজে চলছে এমন অচলবস্থা।
সংকট নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি ব্যবস্থা নিয়েও পরাস্ত হয়েছেন। বাধ্য হয়ে কলেজের শিক্ষক-কর্মচারীগণ সাবেক ওই অধ্যক্ষের বিরুদ্ধে বুধবার দুপুরে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগও দেওয়া হয়েছে।
লিখিত ওই অভিযোগে জানাগেছে- কলেজের সংরক্ষিত তহবিলের (এফডিআর) ৭ লাখ, জেনারেল তহবিলের ১৫ লাখ, পাবলিক পরিক্ষার কেন্দ্র ফি (ডিগ্রী পরিক্ষা-২০১৮) ২৬ হাজার, উচ্চ ম্যাধমিকের প্রথম বর্ষের ভর্তি ফি ১লাখ ৪৮ হাজার, কম্পিউটার ও প্রজেক্টর ক্রয়ের ১লাখ, জেলা পরিষদের ১ লাখসহ মোট ২৫ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের কথা অভিযোগে বলা হয়। এছাড়া ওই অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকার নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে।