জমির উদ্দিন : সিরাজগঞ্জ-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকা (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডা. আব্দুল আজিজ গণসংযোগ করেছেন।গত মঙ্গলবার নির্বাচনী এলাকাগুলোতে আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণকে মোটর সাইকেল নিয়ে গণসংযোগ করতে দেখা গেছে। গণসংযোগকালে রায়গঞ্জের পাঙ্গাসী বাজার থেকে শুরু করে তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গার বিশেষ বিশেষ স্থানে ফুল দিয়ে সাজানো নৌকাসহ ডা. আব্দুল আজিজকে বিপুল অভ্যার্থনা জানানো হয়।
এ সময় ডা. আব্দুল আজিজ বলেন, আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা আপনাদের সেবা ও এলাকার উন্নয়নের জন্য এই আসনে আমাকে নৌকার টিকিট দিয়েছেন। সেই লক্ষে সর্বস্তরের স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণকে নৌকা প্রতীকের বিজয় অর্জন করতে এক হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান তিনি। ডা. আব্দুল আজিজ আরও বলেন, নৌকার জয় নিশ্চিত করে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে সোনার বাংলা উপহার দিতে উপস্থিত সকলকে এক সাথে কাজ করারও আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ’ উপদেষ্টা মন্ডলীর সদস্য, পেট্রেবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর। এছাড়া উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আব্দুল হক এবং রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ-আল মাজী ও তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা উপজেলার সকল ইউপি চেয়ারম্যানসহ তৃণমূল পর্যায়ের আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ।