তাড়াশ সদরে নতুন জামে মসজিদ উদ্বোধন

Spread the love

স্টাফ রিপোর্টার : তাড়াশ উপজেলা সদরের খান পাড়ায় নতুন জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার জুমআ নামাজের পূর্বে এ মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন উপস্থিত ছিলেন। স্থানীয় মহল্লাবাসীর প্রদত্ত ৬ শতাংশ জমির উপর নির্মিত এ মসজিদের নামকরণ করা হয়েছে “প্রফেসরপাড়া বায়তুন নূর জামে মসজিদ”। প্রায় ৫২ফুট দৈঘ্য ও ৪৮ ফুট প্রস্থ এক তলা ছাদ বিল্ডিং  এর এ মসজিদে একযোগে শতাধিক মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। অস্ট্রেলিয়া হিউম্যান  এ্যাপিল নামের একটি বৈদেশিক সংগঠনের ৮ লক্ষাধিক টাকার আর্থিক অনুদানে উক্ত মসজিদ নির্মিত হয়েছে। সেই সাথে স্থানীয় এলাকাবাসীর দান-অবদানও রয়েছে। তবে বিশেষ উল্লেখ্য, তাড়াশ প্রফেসর পাড়ার অধিবাসীদের উদ্যোগে ও অধিক প্রচেষ্টায় এই মসজিদ স্থাপন সম্ভব হয়েছে বলে জানা যায়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD