স্টাফ রিপোর্টার : তাড়াশে ফের পূর্ববাংলা সর্বহারা পার্টির নামে ব্যাপক পোস্টারিং করা হয়েছে। ছাপাকৃত পোষ্টারগুলো গত রবিবার রাতে উপজেলার আদিবাসী অধ্যূসিত গুড়পিপুল বাজার ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে সাঁটিয়ে দেওয়া হয়েছে। এতে এলাকার সাধারণ জনগণের মাঝে চরম আতংক বিরাজ করছে।
সাঁটানো পোস্টারগুলোতে লেখা রয়েছে, ভোট নয় গণযুদ্ধ। বিপ্লবের রাজনীতি ও গণযুদ্ধই মুক্তির একমাত্র পথ। এছাড়াও পূর্ববাংলা সর্বহারা পার্টির বিভিন্ন আদর্শের কথা লেখা রয়েছে। পোস্টারের নিচে প্রচারে লেখা রয়েছে পূর্ববাংলা সর্বহারা পার্টি। নাম প্রকাশে অনিচ্ছুক গুড়পিপুল বাজারের এক ব্যবসায়ী জানান, দেয়ালে সাঁটানো পোস্টারে গুড়পিপুল এলাকার একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকসহ সাত জনের মৃত্যুদন্ড ঘোষণা করা হয়েছে। মৃত্যু ভয়ে এদের অনেকেই বর্তমানে বাড়িতে না থেকে অন্যত্র রাত্রি যাপন করছেন।এদিকে গত শনিবার সন্ধায় দেশীগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত কাটাগাড়ি বাজার এলাকার সোনাই পুকুর কালি মন্দির মাঠে পাশর্^বর্তী সিংড়া উপজেলা ও তাড়াশের শতাধিক সর্বহারা পার্টির সদস্য প্রায় দুই ঘন্টাব্যাপী বৈঠক করে। সর্বহারা পার্টির বৈঠকের বিষয়টি স্থানীয় জনৈক নেতা নিশ্চিত করেছেন।এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সর্বহারা বলে কোন কিছু নেই। মূলত আদিবাসী সম্প্রদায়ের কিছু লোকজন নিজেদের ক্ষমতা জাহির করার জন্য এসব করছে। শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে।