চলনবিল বার্তা ডেস্ক : তাড়াশে শারিরীক প্রতিবন্ধী তরুণী রুখসানা খাতুন (২২) কে কুপিয়ে হত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য উৎঘাটন করতে পারেনি পুলিশ । এখনো গ্রেফতার হয়নি কেউ। চাঞ্চল্যকর ওই হত্যাকান্ডের ঘটনাটি সমাজের বিবেকবান সকল মানুষের হৃদয়কে নাড়া দিলেও পুলিশ এখনো ওই মামলার কোন কুলকিনারা করতে পারেনি। হয়নি মামলার দৃশ্যমান কোন অগ্রগতি। এ নিয়ে এলাকাবাসীর মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ সম্পর্কে বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা বলেন, এলাকাবাসী শীঘ্রই চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের কারণ জানতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাশিÍ দেখতে চায়। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই শারিরীক প্রতিবন্ধী তরুণীকে হত্যা মামলাটি পুলিশ বুরো অফ ইনভেষ্টিগেশনে (পিবিআই) স্থানান্তরিত হয়েছে। আশাকরি খুব তাড়াতাড়ি হত্যার প্রকৃত রহস্য উৎঘাটিত হবে এবং প্রকৃত অপরাধীরা গ্রেফতার হবে। প্রসঙ্গতঃ গত ১৫ আগষ্ট দিবাগত রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের দীঘুরিয়া দিয়ারপাড়া গ্রামে শারিরীক প্রতিবন্ধী ওই তরুণীর শয়ন কক্ষে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে মুখে এসিড জাতীয় দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।