নিমগাছি প্রতিনিধি ঃ গত শুক্রবার চলনবিলের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউপির শ্রীরামপুর ( ইসলামপুর) মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে ও পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা সকাল আটটায় অনুষ্ঠিত হয়। ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা আতাউর রহমান, শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, মাওলানা বেল্লাল হোসেন, প্রতিষ্ঠাতা মোহতামিম কারী কাজেম আলী, সাবেক মেম্বর সাইফুল ইসলাম মুকুল, হাজী হবিবর রহমান আকন্দ, নাসির উদ্দীন প্রামানিক, শহীদুল ইসলাম শেখ, শুক্কুর আলী শেখ প্রমুখ। শেষে পাঁচ জন ছাত্রকে বিশেষ পাগড়ী প্রদান করা হয় ; ওরা হলো ফেরদৌস আলম, মাসুদ রানা, রিফাত হোসেন, রাসেল ও আবুল হাসেম। উল্লেখ, এলাকায় শিক্ষার আলো ছড়াতে বিশেষ অবদান রাখছে এ মাদ্রাসাটি।