গোলাম মোস্তফা : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ৬ মাস মেয়াদী শেলাই প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাড়াশ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পিছিয়ে পরা ১৮ জন নারী। নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা রয়েছে তাদের। স্বপ্ন দেখেন, নিজেরা সাবলম্বী হবেন। পাশাপশি সুবিধাবঞ্চিতদের মধ্য থেকে তৈরি করবেন নারী উদ্যোক্তা।
গীতা রানী মাহাতো, মেনুকা রানী মাহাতো, লিপি রানী মাহাতো, সবিতা বরাইক, সোহাগী উরাঁও, চন্দনা উরাঁও, মিতু উরাঁওসহ অনেকে জানান, তারা সবাই ভূমিহীন। দিন আনি দিন খাই অবস্থা। স্বামী ও সন্তানদের সাথে তারাও দিন মজুরের কাজ করেন। তবুও খেয়ে না খেয়ে দিন কাটে তাদের। চরম দরিদ্রতার কারণে তাদের সন্তানেরা পড়ালেখার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অবশেষে ভাগ্য পবির্তনের হাতিয়ার হিসেবে তারা সেলাই প্রশিক্ষণ বেছে নিয়েছেন। তারা আরও জানান, তাদের ভাগ্য বদলের স্বপ্ন পূরণ করতে সহয়তার হাত বাড়িয়েছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। সরকারি এ ফাউন্ডেশনটি স্থানীয় এসডিএফ নামে একটি বে-সরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে প্রত্যেককে একটি করে শেলাই মেশিন ও সংশ্লিষ্ট অন্যান্য উপকরণও দিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা উরাঁও ফাউন্ডেশনের সভাপতি বিরেন্দ্র নাথ বাঁরো সাপ্তাহিক চলনবিল বার্তাকে বলেন, এ ধরনের প্রশিক্ষণ সহায়তার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।