স্টাফ রিপোর্টার : তাড়াশ উপজেলার বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ করেছে রিশান গ্রুপ নামে একটি কোম্পানি। গত বৃহস্পতিবার উপজেলার বলদি পাড়া দাখিল মাদ্রাসা, বিনোদপুর দাখিল মাদ্রাসা, নওগাঁ শরীফিয়া ফাজিল মাদ্রাসা ও তাড়াশ আলিম মাদ্রাসাসহ ৩০টি মাদ্রাসায় ৩০০টি কোরআন শরীফ বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন রিশান গ্রুপের চেয়ারম্যান ডি জে শাকিল, ম্যানেজিং ডিরেক্টর হুমায়ন কবির লিমন, মার্কেটিং কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com