স্টাফ রিপোর্টার : চলনবিলস্থ তাড়াশে প্রতিবন্ধী নারীকে নির্যাতন মামলার জামিনে থাকা আসামিদের বাদীকে হুমকির প্রেক্ষিতে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে দ্বিতীয় দফা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার তাড়াশ প্রেস ক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি প্রেপসি প্রকল্প ও পরিবর্তন এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেয় প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
তাড়াশ উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. সোনা উল্লাহর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন আয়োজক এনডিপি সংস্থার সহকারী পরিচালক কাজী মাসুদুজ্জামান পল, সহকারী ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাশ, সাধারণ সম্পাদক সাহেদ খান জয়, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রতিবন্ধী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত: বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত জুলাই মাসের ১০ তারিখে কহিনুর (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে বেধরক পিটিয়ে হাত-পা ভেঙে দেয় তার দেবর প্রভাবশালী আসলাম আলী। কহিনুর উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।