রায়গঞ্জ প্রতিনিধি : রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রী কলেজে বহুতল একাডেমিক ভবন অনুমোদন হওয়ায় স্থানীয় এমপি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম তালেবের সভাপতিত্বে কলেজ চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি গাজী ম,ম, আমজাদ হোসেন মিলন‘র সহধর্মিনী উপাধ্যক্ষ হোসনে আরা ডেইজী মিলন। স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হোসনে আরা লাভলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লিনা হক লুৎফা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছাইদুল ইসলাম চাঁন, উপজেলা আওয়ামীলীগের শ্রম- বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় প্রমুখ। এর আগে এমপি গাজী ম. ম আমজাদ হোসেন মিলন ও কৃতি শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধণা ও ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।