গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ভূমি অফিসের জানালার গ্রীল কেটে দুর্বৃত্তরা প্রয়োজনীয় কাগজপত্রাদি তচনছ করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে। তাড়াশ ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা এস এম ফেরদৌস ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর রাতে দুর্বত্তরা ভূমি অফিসের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজ পত্রাদি তছনছ করে। তবে কোন কিছু খোয়া গেছে কিনা সঠিক করে বলা যাচ্ছে না। এ ঘটনায় শুক্রবার সন্ধায় ভূমি অফিসের নাজির আল মাহমুদ হোসেন তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে থানার এএসআই আলামিন হোসেন ওই অফিসের নৈশ প্রহরী মধু মিঞা ও জগদীশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। ইতোমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইখতেখার উদ্দিন শামিম উপজেলা ভূমি অফিস পরির্দশন করেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ তাড়াশ উপজেলা ভূমি অফিসটি বিচ্ছিন্ন অবস্থান থেকে উপজেলা পরিষদ চত্বরের মধ্যে স্থাপনের পক্ষে স্থানীয় জনমত থাকলেও তা উপেক্ষা করা হয়। এর আগেও এই অফিসে অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে।