তাড়াশ প্রতিনিধি: তাড়াশ উপজেলার ঘরগ্রামের বহুল আলোচিত গৃহবধূ মুরশিদা হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে উপজেলার ঘরগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে তাড়াশ থানা পুলিশ। তারা ওই গ্রামের বাসিন্দ। মুরশিদা ওই গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। তাকে গত ১০ জুলাই শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় প্রথমে ইউডি ও ৫ সেপ্টেম্বর ২০১৮ তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যা মামলা নং-৬। মামলার প্রধান আসামী সাইদুর রহমান ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। মামলা ও এলাকাবাসী সূত্রে এ সকল তথ্য জানা গেছে।
