ডাঃ আমজাদ হোসেন মিলন ঃ চলনবিলের সলঙ্গায় র্যাব ১২ এর অভিযানে ৮৬ লক্ষ টাকা মূল্যের ৮৫৬ গ্রাম হেরোইনসহ ২ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বেলা ২ ঘটিকার সময় র্যাব ১২ স্পেশাল ক্যাম্পের ভারপাপ্ত ক্যাম্প কমান্ডার এএসপি হুমায়ন কবির এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঢাকা রাজশাহী মহাসড়কে, চরিয়া কালীবাড়ীস্থ র্যাব ১২ সদর দপ্তরের বিপরিতে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে।
বেলা ২ ঘটিকার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ গামী যাত্রীবাহী বাস “রেজওয়ান সরকার রিফাত” নামের (ঢাকা (মেট্টো-চ-৭৩৮৭) গাড়ীটি তল্লাশী করে ড্রাইভার ও তার হেলপার কে-৮৫৬ গ্রাম হেরোইন যার বাজার মুল্য প্রায় ( ৮৬ লাক্ষ টাকা) ও ২টি মোবাইল ফোন,নগদ ৪৬৬০ টাকাসহ ২ জনকে হাতেনাতে আটক করে। আটকৃতরা হলো উল্লাপাড়া উপজেলার সোহাগ আলী (২৩) পিতা সাইফুল ইলাম সাং শিবপুর ও লিটন হোসেন (৩৮) পিতা মৃত জিতু প্রামানিক সাং রায়কান্তাপুর (মধ্যপাড়া)। এ খবর লেখার সময় গ্রেফতারকৃতদের সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিল।