ডেভিড মোশের তাঁর জীবনের এই বিশেষ দিনটি মনে রাখবেন একেবারেই অন্য কারণে। আলাপ হওয়ার দু’বছর পরে, ২০১৭ সালের ২২ ডিসেম্বর ডেভিডের বিয়ে হয় হিদারের সঙ্গে।
নিজের বিয়ের দিনটি কেউই ভোলেন না। ভালবাসার মানুষটির সঙ্গে নতুন জীবনের শুরু— ভোলা সম্ভবই নয়।
কিন্তু, ডেভিড মোশের তাঁর জীবনের এই বিশেষ দিনটি মনে রাখবেন একেবারেই অন্য কারণে। আলাপ হওয়ার দু’বছর পরে, ২০১৭ সালের ২২ ডিসেম্বর ডেভিডের বিয়ে হয় হিদারের সঙ্গে। কোনও চার্চে নয়, বিয়েটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের সেন্ট ফ্রান্সিস হাসপাতালে।
প্রথমে ঠিক ছিল ৩০ ডিসেম্বর বিয়ে হবে। কিন্তু ক্যানসার আক্রান্ত হিদারের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, তড়িঘড়ি বিয়ে সারতে হয় কয়েক দিন আগেই। কারণ, ডেভিডের জীবনসঙ্গিনী হওয়াটাই ছিল হিদারের শেষ ইচ্ছে। এবং, তাঁদের ‘ওয়েডিং ভাও’ উচ্চারণ করার পরেই মৃত্যু হয় হিদারের।
প্রসঙ্গত, মাত্র এক বছর আগেই ধরা পড়ে যে হিদার ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত এবং তা ‘ট্রিপল নেগেটিভ’।
ডেভিড ও হিদারের সেই বিয়ের ছবি তুলেছেন হিদারের এক চিত্রগ্রাহক বন্ধু, ক্রিস্টিনা লি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করায় স্বাভাবিক ভাবেই তা ভাইরাল হয়ে যায়।