স.ম আব্দুস সাত্তার,রায়গঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের বহিষ্কৃত উপাধ্যক্ষ ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শেখের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লুৎফর রহমান শেখ দীর্ঘদিন ধরে কলেজের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম করে আসছেন। তিনি ভুয়া বিল–ভাউচার তৈরি, সরকারি অর্থ আত্মসাৎ এবং কলেজের ভাবমূর্তি নষ্ট করার মতো কর্মকাÐে জড়িত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলাও চলমান রয়েছে। শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই আমাদের কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকুক। যেসব ব্যক্তি প্রতিষ্ঠানের মান ক্ষুণœ করেন, তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।বক্তারা এ সময় অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, স্থায়ী বহিষ্কার এবং কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে কলেজের সুষ্ঠু প্রশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহŸান জানানো হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com