মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া প্রতিনিধি
বাবা-মাকে হারিয়ে এতিম দুই ভাই-বোনের পাশে দাঁড়িয়েছে “আমরা বিএনপি পরিবার।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবারের” প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে আজ শনিবার বিকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের শিশু ইসমাইল (৫) ও কন্যা মরিয়মের (১২) চাচা হোসেন খন্দকারের কাছে গিয়ে নগদ অর্থ তুলে দেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। এসময় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষ থেকে শিশু মরিয়ম ও ইসমাইলের লেখাপড়া ও ভরণপোষণের জন্য প্রতিমাসে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামের দিনমজুর ওয়াজেদ আলী ছয় বছর আগে মারা যান। এসময় তিনি ছয় বছরের এক কন্যা সন্তান ও তিন মাসের এক পুত্র সন্তান রেখে যান। স্বামীকে হারিয়ে মা আজিমা খাতুন মানুষের বাড়িতে কাজ করে দুই সন্তানকে নিয়ে কোন রকমে সংসার চালিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় ৩২ দিন আগে মা আজিমা খাতুনও হঠাৎ করে মারা যায়। বর্তমানে এই পরিবারের চার শতক জায়গায় একটি টিনের কুঁড়েঘর ছাড়া আর কিছুই নেই। এতে খাদ্য কষ্টে মানবেতর জীবন যাপন করছিল দুই ভাই বোন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরে তিনি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে এতিম ওই ভাই-বোনের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
এদিকে ওই পরিবারকে সহযোগিতা প্রদান উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের আগমনে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব জাফর ইকবাল হীরক, বিএনপি নেত্রী আরিফা সুলতানা রুমা, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম,ছাত্রদলের সদস্য সচিব মোঃ লিখন সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ReplyReply allForward
চলনবিল বার্তা chalonbeelbarta.com