নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে “ভূমি মেলা – ২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমি সেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য।ভূমি মেলা উপলক্ষে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী, উপজেলা প্রশাসন, সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। ভূমি মেলা – ২০২৫ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) এ মেলার
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ লায়লা আঞ্জুমান বানু।সভায় ভূমি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, উপজেলা প্রকৌশলী আবু তালিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার ফজলুল করিম,
সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, সাব-রেজিস্টার শামীমা সুলতানা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক, পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ জাহিদুল ইসলাম,ভূমি অফিসের নাজির জিবন আহমেদ, ইমামুল হক, আল মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিন পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং প্রশাসনের সঙ্গে জনগণের সেতুবন্ধন সুদৃঢ় করে।
|
ReplyReply allForward
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com