অসহায় গুলবাগ 

Spread the love
অসহায় গুলবাগ 

মোঃ রহমত আলী
যতদূর কালো-ছায়া রয়েছে ছড়িয়ে,
দানব-গুলোর অভিনব কূটকৌশলে,
ততদূর মহাঅগ্নির কুণ্ডলীতে,
অসহায় ইনসান গুলো হতবাক আজ !
মানবিক-মানবতা হায় কত যে রূপে ?
বোমা-বর্ষণ অবাধ গুলবাগিচায় করে,
গুলিস্তান নিতে চায় আয়ত্তে দখলে !
চাহে গুলবাগের সারা গুল,
ঝরে যায় -নয়তো মরে যায় যাক !
তবু তারা কুসুম-কাননে গাইতে দেবে-না,
স্বাধীন শালিক,ময়না,কোকিলের
কন্ঠে নিজ মাতৃভূমির মাতৃ গীত।
কাকাতুয়া ও তোতা পাখি,খাঁচায় বন্দী,
তাতে কি ? তারাই তো আজ অবধি,
এক আল্লাহর জিকির করে আনন্দে।
হক স্তোতা দুর্বল সংখ্যায়,তাই তার নিন্দা,
জিন্দা জান আমার প্রভুর কবজায়।
ঈমানদার মজলুম নাহি করে নত শির,
শিরায় বিঁধে যতই নির্যাতনের তীর।
বাস ইহকালেই যত জুলুম আর বাহাদুরি,
পরকালে হবে সব ইনসাফের সম্মুখীন।
সময় থাকতে বন্ধ করো চালবাজি,
রাত আর দিন সমান নয়তো পাজি,
অমানবিক বোমা হামলার পর,আবার
জাত-সংঘ মানবিক সহায়তা ছুড়ে দেয়,
বাহ্ কি চমৎকার কৌশলী মানবতাবাদ !
মোঃ রহমত আলী
খালিশপুর খুলনা
০১৭২৯৬০৬১০০
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD